আজাহার উদ্দিন,টিবি নিউজ:-জেলা জুড়ে আজমল ফাউন্ডেশনের পক্ষ হইতে মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের অক্লান্ত পরিশ্রমে মুর্শিদাবাদ হাজারদুয়ারির চত্বরে 200 জন অসহায় দুস্থ ও টাঙ্গা চালক গরিব ব্যক্তিকে খুজে খুজে বের করার পর তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করলো আজমল ফাউন্ডেশন শাখা মুর্শিদাবাদ । প্যাকেজে ছিল চাল ডাল ছোলা তৈল চিনিসহ ২৯ কিলো শুকনো খাবার।
খাদ্য সামগ্রী পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি হন এবং তারা ডিমান্ড রাখেন যে লকডাউন চরম সংকটের মুহূর্তে আজমল ফাউন্ডেশনের কাছে যেভাবে খাদ্য সামগ্রী পেলাম।
আমাদের যার মাধ্যমে চলাফেরা সেটা হচ্ছে ঘোড়া,ঘোড়ারও যেন কিছু খাবারের ব্যবস্থা হয় সেদিকে দৃষ্টিপাত করার অনুরোধ করেছে।
আজমল ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার কো-ওর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ।