টি বি নিউজ ওয়েব ডেস্ক:করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার চেষ্টাতেই ‘আরোগ্য সেতু’ অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র সরকার
এবার আপনারও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা কতোটা রয়েছে.? তা এবার বলে দেবে এই অ্যাপ।
এই অ্যাপের বিভিন্ন ইঙ্গিত বা সিগন্যালের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতোটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ কেমন থাকছে।
স্মার্ট ফোনে অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারী সহজেই এটি ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়ছে। এই অ্যাপ সহজে নিজের বৃত্তের মধ্যে থাকা অন্য স্মার্টফোনগুলি, যেগুলিতে আরোগ্য সেতু ইনস্টল করা আছে, সেগুলি চিহ্নিত করতে পারবে। তারপরে সেই অ্যাপ নিজেই হিসাব করে দেখবে আপনার আশেপাশে থাকা লোকেদের থেকে আপনার করোনা হওয়ার সম্ভাবনা কী প্রকৃতির ও কতোটা সম্ভাবনা আছে।
এই অ্যাপের মাধ্যমে সরকার সহজে করোনা মোকাবিলায় ব্যবস্থা নিতেও পারবেন বলে দাবি রাখেন। যদি দরকার হয় আইসোলেশনেরও ব্যবস্থা করতে পারবে তবুও এটি অনেক কাজে আসবে বলে আশা করা যায়। এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে ব্যাবহারকারীর নিরাপত্তা ও সুরক্ষার্থের কথা ভেবেই।
দেশের ১১টি ভাষাতেই এই অ্যাপ ব্যাবহার করতে পারা যাবে, এবং প্রথম দিন থেকেই দেশের যে কোনোও প্রান্ত থেকে এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন👇
https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu