নিউজ ডেস্ক,টি বি নিউজ:এতদিন লকডাউনের কারণে বন্ধ ছিল সমস্ত উপাসনালয়।মানুষ খুধায় থাকলে যেমন অস্থির হয়ে পড়ে, ঠিক তেমন অনেক ধর্মপ্রান ব্যক্তি আছেন যাঁরা উপাসনালয়ে উপাসনা না করতে পারলে অস্থির হয়ে পড়ে। তাই সকলের কথা ভেবে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১লা জুন থেকে সমস্ত উপাসনালয় খোলার নির্দেশ দিয়েছেন।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ১লা জুন থেকে খুলে দেওয়া হবে সমস্ত উপাসনালয়।
কিন্তু সেখানে বেশি ভিড় জমান যাবে না।
একসাথে ১০ জনের বেশি একত্রে হওয়া যাবে না।
তিনি আরও জানান এখন কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবেনা।
সমস্ত উপাসনালয় খুলে দেওয়ার নির্দেশ শুনে যেমন খুশি হয়েছেন উপাসক গুরুরা তেমন খুশির জোয়ার উঠেছে ধর্মপ্রান মানুষের মনে।