লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শহরের মেয়র নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের পৌরসভা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মেয়র আহমাদ কাহিসহ পাঁচজন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে আট দফার বেশি বিমান হামলা চালানো হয়েছে। শহরের বিভিন্ন স্থানে এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তারা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, পৌরসভার কাউন্সিলের বৈঠকে ইচ্ছাকৃতই হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের সেবা এবং ত্রাণ পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল।

অপরদিকে ভয়াবহ ওই হামলার পর ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা নাবাতিয়েহ শহরে হিজবুল্লাহর বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা(মাহমুদুল হাসান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *