হাইকোর্ট ঘেরাওয়ে শিক্ষার্থীরা, বিক্ষোভ মিছিল আইনজীবীদের

হাইকোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ব্যানারে একটি মিছিল আদালত চত্বরে এসেছে। একই দাবিতে তারা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করছে।

আজ বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে এই আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন।বিক্ষোভকারী আইনজীবীরা বলছেন, রাষ্ট্রের ভঙ্গুর অবস্থার জন্য দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরাও দায়ী। তাঁরা তাঁদের স্বেচ্ছায় সরে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তাঁরা তা করেননি। আওয়ামী ফ্যাসিস্টদের দোসর বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন।বিক্ষোভকালে আইনজীবীদের স্লোগান ছিল ‘আইনজীবী-জনতা, গড়ে তোলো একতা’, ‘দফা এক দাবি এক, দলবাজদের পদত্যাগ’, ‘ফ্যাসিস্টদের প্রেতাত্মারা, হুঁশিয়ার সাবধান’।

বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে আইনজীবীরা একটি মিছিল করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরও একটি মিছিল আদালত চত্বরে প্রবেশ করে।(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *