বাগমারায় ছাত্র-জনতাকে ধাওয়া করা স্বেচ্ছাসেবক লীগ নেতা ‘মুরগি বাবু’ আটক

রাজশাহীর বাগমারায় গত ৫ আগস্ট সকালে লোহার পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ারেছ আলী ওরফে মুরগি বাবুকে (৩৮) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ওয়ারেছ আলী ভবানীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ড শাখা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। মুরগি কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় তিনি এলাকায় ‘মুরগি বাবু’ নামে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট সকালে ওয়ারেছ আলী হাতে লোহার পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করছেন। সরকার পতনের পর ভিডিওটি ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কয়েক দিন তিনি আত্মগোপনে ছিলেন। সপ্তাহখানেক আগে তিনি প্রকাশ্যে আসেন। আজ তিনি ভবানীগঞ্জ পৌর ভবনে যান। খবর পেয়ে তাঁকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ারেছ আলী একসময় বিএনপির রাজনীতি করতেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপর ঠিকাদারিসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে এলাকায় আলোচিত হয়েছেন।বাগমারা থানার উপপরিদর্শক আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ আছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *