ভারতে আবারও দুটি ফ্লাইটে বোমা রাখার হুমকি পাওয়া গেছে। ইন্ডিগো ও বিসতারা এয়ারলাইনসের বিমান দুটিতে বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ায়। এই নিয়ে টানা চার দিন ধরে বেশ কয়েকটি বিমানে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।এদিকে বুধবারই বিমানে বোমা রাখার হুমকির ঘটনাগুলো নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু। কিন্তু তার পরও বৃহস্পতিবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।
আনন্দবাজার জানিয়েছে, জার্মানির ফ্রাংকফুর্ট থেকে মুম্বাইয়ে আসছিল একটি বিমান। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ২০ মিনিটে ১৪৭ জন যাত্রী নিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি।কিন্তু মুম্বাইয়ের কিছুটা দূরেই বৃহস্পতিবার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হুমকিবার্তা পাওয়ার পরই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়।বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকে ০২৮ বিমানটিকে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামানো হয়।তারপর যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু মেলেনি।
অন্যদিকে ইন্ডিগোর একটি বিমান তুরস্ক থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়। সেই বিমানেও একই দিনে বোমাতঙ্ক ছড়ায়। যদিও বিমানটিতে সন্দেহজনক কিছু মিলেছে কি না সে বিষয়ে কিছু জানায়নি।তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সোমবার থেকে ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা ও এয়ার ইন্ডিয়ার ১২টিরও বেশি ফ্লাইটে বোমাতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ের এক কিশোরকে নিজেদের হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি এই আতঙ্ক ছড়ানোর জন্য সন্দেহভাজন আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।(মাহবুবুল ইসলাম)