রাজধানীর মিরপুরে শেরে-ই- বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় আন্দোলন করেছেন সাকিব আল হাসানের ভক্তরা। সাকিবকে দেশে ফিরিয়ে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলানোর দাবিতে রোববার দুপুরে এই আন্দোলন করেন তারা।
এর আগে আন্দোলনকারীদের মিছিলে ব্যারিকড দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা সেটা ভাঙার চেষ্টা করেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের মুখে এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটে। এ সময় তাদের ওপর সাকিব বিরোধীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। (মোঃ আব্দুল বাতেন)