ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের পথে

ভারত ও চীন সীমান্তে চার বছর ধরে চলমান সামরিক অচলাবস্থা সমাধানের লক্ষ্যে টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। সোমবার (২১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গতকাল ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মাধ্যমে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে। এনিয়ে বিক্রম মিশ্রি জানান, এবার চীনের সঙ্গে এই ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

এর আগে ২০২০ সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

তবে সর্বশেষ সীমান্ত নিয়ে দেশ দুইটির এমন সিদ্ধান্তে সম্পর্কের বাঁক বদল হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *