২ নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক সাংবাদিক নির্যাতন থেকে দায়মুক্তি অবসানের এই দিবসে আমরা বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার, গণতন্ত্র, এবং আইনের শাসনের জন্য মৌলিক। তবুও, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা তাদের কাজ করতে বাধাগ্রস্ত হন এবং প্রায়শই হুমকি, সহিংসতা, এমনকি মৃত্যুর মুখোমুখি হন। তারা সত্যকে তুলে ধরতে এবং ক্ষমতাবানদের জবাবদিহিতায় আনতে যে প্রচেষ্টা চালান, সেটিই তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সাম্প্রতিক বছরগুলোতে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে সাংবাদিক হতাহতের হার ভয়াবহভাবে বেড়েছে – বিশেষ করে গাজায়, যেখানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে বেশি হত্যা সংঘটিত হয়েছে।
বিশ্বজুড়ে প্রায় ৯০ শতাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয় না। বিচারহীনতার এই সংস্কৃতি আরও সহিংসতার জন্ম দেয়। এই অবস্থা অবশ্যই বদলাতে হবে।
গত মাসে গৃহীত ‘প্যাক্ট ফর দ্য ফিউচার’ সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে কর্মরত সহযোগী কর্মীদের সম্মান এবং সুরক্ষার আহ্বান জানিয়েছে।
আমি সরকারগুলোর প্রতি আহ্বান জানাই যে তারা এই অঙ্গীকারগুলো বাস্তবায়িত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করুক, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করুক, তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্ত করুক, এবং অপরাধীদের বিচারের আওতায় আনুক – সর্বত্র।
চলুন, আমরা সহিংসতার এই চক্রের অবসান ঘটাই, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করি, এবং নিশ্চিত করি যে সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ কাজটি নিরাপদে এবং নির্ভয়ে করতে পারেন – সর্বত্র।
(মাহফুজুল ইসলাম)
‘আন্তর্জাতিক সাংবাদিক নির্যাতন থেকে দায়মুক্তি অবসান’ দিবসে জাতিসংঘ মহাসচীবের বার্তা।
