সংগ্রাম অনলাইন: লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশ ইসরায়েল।
পূর্ব লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহর এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অন্তত পৌনে আট শ জন নারী ও শিশু রয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক মানুষকে।
গাজার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর লেবাননে মাঝেমধ্যে হামলা চালালেও মাসখানেকের বেশি সময় ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চালাচ্ছে স্থল অভিযানও।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩০৫০ জন নিহত এবং ১৩ হাজার ৬৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পৌনে আট শ জনই নারী ও শিশু।(মাহমুদুল হাসান)