পাকিস্তানের নিরাপত্তা বাহিনী রাজধানী ইসলামাবাদে আটককৃত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সরিয়ে দিয়ে শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।চারদিন ধরে চলা লকডাউন ও সংঘর্ষের পর,বুধবার(২৭নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ঘোষণা করেন যে ইসলামাবাদ থেকে প্রতিবাদকারীদের পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এবং সড়কগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার(২৬ নভেম্বর)রাতে ব্যাপক দমন অভিযান চালিয়ে, নিরাপত্তা বাহিনী শত শত প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে এবং শহরের কেন্দ্র থেকে হাজার হাজার সমর্থককে সরিয়ে দেয়।ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল তার মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘটের আয়োজন করেছিল।২০২৩ সালের আগস্ট থেকে জেলে আটক ইমরান খান দাবি করেছেন,তার বিরুদ্ধে আনিত ১৫০টিরও বেশি মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান।
মঙ্গলবার ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে একটি কনভয় নিরাপত্তা বলয় ভেঙে ইসলামাবাদের রেড জোনের প্রবেশমুখে পৌঁছে যায়।সেখানে প্রায় ১০,০০০ প্রতিবাদকারীর মুখোমুখি হয় ২০,০০০ নিরাপত্তা কর্মী।সংঘর্ষে চারজন আধাসামরিক বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত হয়।পরে সেনাবাহিনী রেড জোনের প্রধান এলাকা ডি-চক দখল করে।
বুধবার সকালে শহরের কর্মীরা সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করে।পিটিআই জানিয়েছে, তারা সাময়িকভাবে প্রতিবাদ স্থগিত করেছে।পেশোয়ারের পিটিআই সভাপতি মোহাম্মদ আসিম জানিয়েছেন,ভবিষ্যৎ কৌশল পরে নির্ধারণ করা হবে।বুশরা বিবি ও প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলি আমিন গন্দাপুর নিরাপদে ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়ায় ফিরে গেছেন।
শুক্রবার(২২নভেম্বর)থেকে প্রায় ৪,০০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের কিছু অংশে মোবাইল ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত ছিল তা এখন পুনরায় চালু হয়েছে।তথ্যসূত্র : আল-জাজিরা(মাহবুবুল ইসলাম)