অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘ ১৩ মাসের সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে।বুধবার (২৭ নভেম্বর)স্থানীয় সময় সকাল ৪টা (০২:০০ জিএমটি) থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়।আর এতে করে হাজার হাজার লেবানিজ নাগরিক তাদের বাড়িতে ফেরার প্রক্রিয়া শুরু করেছে।বিবিসির সাংবাদিক হুগো ব্যাচেগা জানান,রাজধানী বৈরুত থেকে দক্ষিণ লেবানের প্রধান মহাসড়কগুলোতে যানজট দেখা গিয়েছে।লেবানিজ নাগরিকরা তাদের পরিবারের সদস্য, স্যুটকেস নিয়ে গাড়ি বোঝাই করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে।তবে ইসরায়েল সতর্ক করে দিয়েছে যে,এখনো কিছু এলাকায় ফিরে যাওয়া নিরাপদ নয়।
এই চুক্তির অংশ হিসেবে লেবাননের সেনাবাহিনী দক্ষিণে প্রায় ৫,০০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন।লেবাননে ইসরায়েলি স্থল অভিযান প্রায় দুই মাস আগে শুরু হয়,যা স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহর বছরব্যাপী রকেট হামলার প্রতিক্রিয়া হিসেবে গৃহীত হয়েছিল।
যদিও এই যুদ্ধবিরতি লেবাননে সংঘাত থামিয়েছে,তবে এটি ইসরায়েলের গাজার চলমান যুদ্ধে কোনো প্রভাব ফেলবে না।তবু দক্ষিণ লেবাননের মানুষদের জন্য এই যুদ্ধবিরতি সাময়িক শান্তি ও ঘরে ফেরার সুযোগ করে দিয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরা শুরু নতুন আশার বার্তা তারা দেখছে। যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে নতুনভাবে জীবন শুরু করার এই প্রচেষ্টা শান্তি এবং স্থিতিশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তথ্যসূত্র : বিবিসি
(মাহফুজুল ইসলাম)