ড্যারেন স্যামি, যিনি দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন, এবার পেলেন নতুন চ্যালেঞ্জ। সাদা বলের কোচিংয়ের সাফল্যের পর এবার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলেরও প্রধান কোচ হলেন তিনি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক মাইলস বাসকম্ব আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। আগামী ১ এপ্রিল থেকে লাল বলের দায়িত্ব নেবেন স্যামি, সাদা বলের পাশাপাশি এখন থেকে তিন ফরম্যাটেই কোচিং করবেন তিনি।নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’
এর আগে স্যামির কোচিংয়ে ওয়ানডেতে ১৫ জয় ও ১২ হার এবং টি-টোয়েন্টিতে ২০ জয়ের রেকর্ড রয়েছে। যদিও সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।(মাহমুদুল হাসান)