শ্বশুরের মুখোমুখি হবেন না বলে খুশি আফ্রিদি

এবারের বিপিএলে আছেন শাহিন শাহ আফ্রিদি ও তার শ্বশুর শহীদ আফ্রিদি। তবে আলাদা ভূমিকায় দেখা যাবে তাদের। একজন বল হাতে আগুন ঝরাবেন ও অন্যজন থাকবেন শুভেচ্ছাদূত হয়ে।

এবারের বিপিএলে শাহিন খেলবেন ফরচুন বরিশালের হয়ে, অন্যদিকে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত তার শ্বশুর শহীদ আফ্রিদি। শ্বশুর অবশ্য এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন একাধিক দলের হয়ে।

এবারও শহীদ আফ্রিদির ভূমিকাটা খেলোয়াড়ের হলেই এবার বিপিএলে তাঁর মুখোমুখি হয়ে যেতেন জামাতা শাহিন। সেটা হয়নি বলে বেশ খুশি ২৪ বছর বয়সী পাকিস্তানি পেসার।

বিপিএল খেলতে গতকাল রাতেই ঢাকায় এসেছেন শাহিন। তারপর আজই নেমে পড়েছেন তার দল বরিশালের সতীর্থদের সঙ্গে অনুশীলনে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে সেই অনুশীলন শেষে শাহিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই এসেছে তাঁর বিখ্যাত শ্বশুরের প্রসঙ্গ।

প্রতিপক্ষ দলে নিজের পরিবারের একজনকে পেয়ে শাহিনও খুশি, ‘খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মুখোমুখি হতে হবে না। তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ তারপর এটাও জানিয়েছেন, ‘দুই দিন আগেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি।'(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *