ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রাহকিম কর্নওয়াল ইনজুরিতে পড়ে বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) মাঝপথে দেশে ফিরে গেলেন। মঙ্গলবার সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্নওয়ালের বিপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। এছাড়া এদিন সিলেট স্ট্রাইকার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কর্নওয়াল বাংলাদেশকে বিদায় জানান।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’
চলতি আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল শুরুটা কর্নওয়ালের জন্য ছিল বেশ হতাশার। কর্নওয়াল প্রথম দুই ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি। সেবার ফ্লুতে আক্রান্ত ছিলেন তিনি। তৃতীয় ম্যাচে দলে সুযোগ পান এ ক্যারিবিয়ান। ওইদিন ব্যাট হাতে ১৮ রান করার পাশাপাশি বোলিংয়ে একটি উইকেট শিকার করেন। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। শেষে আর কোন ম্যাচেই জায়গা হয়নি কর্নওয়ালের।
কর্নওয়ালের বিদায়ে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে সিলেট স্ট্রাইকার্স। পল স্টার্লিং, রিস টপলির মতো খেলোয়াড়রা থাকলেও কর্নওয়ালের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি দলটির ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে। বিপিএলের বর্তমান পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সিলেট। ৬ ম্যাচ শেষে মাত্র ২ জয় এবং চার হার। আছে তালিকার ৫ম স্থানে।
শুক্রবার দুপুরে দূর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ।(মোঃ মিছবাহ উদ্দিন)