ঢাকায় শুরু হয়ে সিলেট পর্ব শেষে আজ বিপিএল চট্টগ্রামে শুরু হচ্ছে। ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম পর্ব। মাঝে দুই দিন বিরতিসহ বাকি ছয় দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে মোট ১২টি ম্যাচ।
ঘরের মাঠে বেশি ম্যাচ খেলবে বলেই ঢাকা ও সিলেট মিলিয়ে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলেছে চিটাগং কিংস। তাতেই অবশ্য পয়েন্ট তালিকায় ২ নম্বরে মোহাম্মদ মিঠুনের দল।চিটাগং কিংসের সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে তিনে তামিম ইকবালের ফরচুন বরিশাল। যদিও তারা ম্যাচ খেলেছে চিটাগং কিংসের চেয়ে একটি বেশি। শীর্ষে যথারীতি ৭ ম্যাচে ৭ জয় নিয়ে উড়তে থাকা রংপুর রাইডার্স।চট্টগ্রাম ঘুরে ২৬ জানুয়ারি থেকে যখন ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু হবে বিপিএলের, তত দিনে পয়েন্ট তালিকায় রংপুরের এই আধিপত্য থাকে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।(মাহফুজুল ইসলাম)