আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসিতিনি বলেন, আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।আজ রোববার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ ও স্ক্যানার প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা ডিসেম্বরে আমার সাথে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করল, যা আজ শুরু হলো।ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি।

আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এ কার্যক্রমে ৬৫ হাজার মানুষ কাজ করবেন বলে জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার জানান, ‘এ কার্যক্রমে ইউএনডিপি আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। পুরো নির্বাচন প্রক্রিয়াতেই হয়তো আমরা তাদের সমর্থন চাইব।’(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *