সারাক্ষণই ভূমিকম্প ফিল হয়: পরীমণি

দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন।

অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন। তবে ভূমিকম্পের পর পরই ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল। সেই পোস্টে পরীমণি লেখেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প ও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে।

পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা

নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা। ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা।(মোঃ মিছবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *