প্রায় ৫ বছর পর আবারও ভারত-চীনের মধ্যে সরাসরি প্লেন চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে চীনের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ভারত। করোনাভাইরাস ও কূটনৈতিক টানাপড়েনে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৫ বছর আগে।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বেইজিং সফরে দুই দেশ সরাসরি প্লেন পরিষেবা ফের চালু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।
বিক্রম মিশ্রি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রচলিত চুক্তির আওতায় বিষয়টি কার্যকর হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিষয়টি।
সূত্র: এনডিটিভি, এএফপি, হিন্দুস্তান টাইমস।
(মাহফুজুল ইসলাম)