গাজার ধ্বংসস্তুপ থেকে ১৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার

গাজার ধ্বংসস্তুপ থেকে আরো ১৪ ফিলিস্তিনির লাশ উদ্ধার করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট কমিটি। বুধবার (২৯ জানুয়ারি) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপকূলীয় শহর রশিদ স্ট্রিটে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এসময় সেখানে ধ্বংসস্তুপের নিচ থেকে ১৪ ফিলিস্তিনিকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধ সম্প্রতি শেষ হয়েছে। এ যুদ্ধে ৪৭ হাজার ৩০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ ১১ হাজার ১৬৬ জন আহত হয়েছে। আর ১১ হাজার ফিলিস্তিনি ছিল নিখোঁজ। এখন উদ্ধার অভিযানে তাদের কাউকে ধ্বংসস্তুপের নিচে পাওয়া যাচ্ছে।(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *