বরিশালে যোগ দিচ্ছেন কিউই পেসার

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফরচুন বরিশালের ৯ উইকেটের জয়টা বিপিএল ইতিহাসে সবচেয়ে কম বল খেলে রান তাড়ার নতুন রেকর্ডও গড়েছে। এমন এক জয়ের ফলে প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত করলো ফরচুন বরিশাল। এরপর সংবাদ সম্মেলনে এসে সমর্থকদের আরও বড় সুখবর দিলেন অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার বিপক্ষে ৯ উইকেটের জয়ের পর তামিম জানান, প্লে-অফের আগে বরিশালের সঙ্গে যুক্ত হবেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। দুবাইয়ের আইএল টি-২০ থেকে সরাসরি ঢাকায় যোগ দেবেন তিনি। প্লেও-অফ থেকেই তাকে পাওয়া যাবে।

জাতীয় দল ছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ মিলনে। আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে। বর্তমানে তিনি আইএল ট-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। ১৯৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মিলনের ঝুলিতে আছে ২১৯ উইকেট।

তবে লিগটিতে ৮ ম্যাচ শেষে তলানিতে অবস্থান করছে তার দল। হাতে আরও দুই ম্যাচ থাকলেও গ্রুপ পর্বে একপ্রকার বিদায় নিশ্চিত তার দলের। সে সুযোগেই কিউই এই পেসারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বরিশাল।(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *