স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে মহাখালী-গুলশান সড়ক বাঁশ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীরা রাস্তায় বাঁশ ফেলে হ্যান্ডমাইকে ঘোষণা দেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেয়া হবে না।(মোঃ আব্দুল বাতেন)