মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমীন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ, হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর ডা. মো. জামিলুর রহমানসহ সকল চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় আফরোজা খান রিতা বলেন, আমার পিতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করেছেন। মানুষ যাতে উন্নতমানের চিকিৎসাসেবা পান সেজন্য মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। মানবতার সেবায় রেখে যাওয়া তার এই সম্পদটিকে টিকিয়ে রাখতে হবে।
আফরোজা খান রিতা আরও বলেন, জীবদ্দশায় আমার বাবার কিছু স্বপ্ন অসমাপ্ত রয়েছে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেন। একজন আদর্শবান পিতার সন্তান হয়ে বাবার অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। বাবার মতো দেশপ্রেম, আদর্শ ও সততা নিজের মধ্যে ধারণ করেই পথ চলার চেষ্টা করি। এদিকে সকাল থেকে প্রায় ৮০ জন চিকিৎসক ও পর্যাপ্ত নার্স মানবতার সেবায় কাজ করেছেন। প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবার মধ্যে ছিল- আউটডোর টিকিট ফ্রি, হাসপাতালে ভর্তি, সকল প্রকার টেস্ট, অপারেশনে ৩০ শতাংশ এবং ফিজিওথেরাপিতে ৪০ শতাংশ ছাড়। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে।
সকালে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জহিরুল ইসলাম তার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরির মাধ্যমে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *