পিএসজির দুই বছর মোটেও উপভোগ করেননি মেসি

২০২১ সালে আর্থিক সংকটের কারণে নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতালান ক্লাবটির ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছিলেন পিএসজিতে। ফরাসি ক্লাবটির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক জিতেছেন দুটি লিগ ওয়ানের শিরোপা। যদিও ক্লাবটির হয়ে জিততে পারেননি চ্যাম্পিয়নস লিগ। মেসি যোগ দেওয়ার আগে আর্থিক সংকটের কারণেই ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র। ২০২২-২৩ মৌসুম শেষে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও নানা সময়ে পিএসজিতে থাকাকালীন সময়ের নিজের তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ক্লাবটিতে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ঝামেলায় জড়ানোর বিষয়টি নিয়েও খোলামেলা আলোচনা করেছিলেন তিনি। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এতদিন পিএসজিতে নিজের অধ্যায় নিয়ে কোনো মন্তব্য না করলেও প্রথমবারে ক্লাবটিতে থাকাকালীন সময়ের অভিজ্ঞতা বর্ণনা করলেন মেসি। যদিও ২০২৩-২৪ মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল ফরাসি ক্লাবটি। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। পিএসজি ছাড়ার পর এলএমটেন জানিয়েছিলেন, এমন ক্লাবে যেতে চান তিনি, যেখানে নিজের মতো করে খেলতে পারবেন। যার জন্য ২০২৩-২৪ মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে বেছে নিয়েছিলেন মেসি। কথা মতোই ক্লাবটিতে নিজের মতো করে এবং নির্ভার থেকে খেলছেন।সম্প্রতি অ্যাপেল টিভিকে এক সাক্ষাৎকার দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তিনি জানান, পিএসজিতে থাকা দুই বছর মোটেও উপভোগ করেননি তিনি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘আমি সেখানে কোনো দিনই খুশি ছিলাম না, অনুশীলন কিংবা ম্যাচ কোথাও না। সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তবে সেটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। ইন্টার মায়ামিতে আসার জন্য যখন আমাকে প্রস্তাব দেওয়া হয়। তখনো আমার কাছে মনে হয়েছে, আসার জন্য এটি আদর্শ স্থান। কারণ এটি নতুন ক্লাব। ক্লাব হিসেবে মাত্র কয়েক বছর ধরে খেলছে।’ এছাড়াও শেষ দিকে পিএসজি ছাড়া এবং ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার বিষয় নিয়ে লিও বলেন, ‘ইন্টার মায়ামির হয়ে খেলতে আসা ছিল একটি ভালো সুযোগ এবং প্যারিসে আমার শেষ বছরে পরিস্থিতি যেভাবে ঘোলাটে হচ্ছিল। যার কারণে আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল। কারণ আমাকে বার্সেলোনা ছেড়ে আসতে হয়েছে। আমি প্যারিসে দুটি বছর পার করেছি, যা আমি মোটেও উপভোগ করিনি।'(মোঃ আব্দুল বাতেন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *