ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের পর এবার দেশটিকে গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে সম্পর্কের সব দিক পর্যালোচনা করছে। খবর বিবিসি।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইউরোপকে এখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর ট্রাম্প সামরিক সহায়তা স্থগিত করেন। এখন পর্যন্ত স্পষ্ট নয়, গোয়েন্দা তথ্য দেয়া পুরোপুরি বন্ধ করা হয়েছে নাকি আংশিক।
সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এরই ফলশ্রুতিতে আলোচনার সুযোগ দিতে সামরিক ও গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ওয়াল্টজ বলেছেন, আলোচনা সফল হলে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় শুরু হতে পারে।
ইউক্রেন দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। তাই এ সিদ্ধান্ত রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, গোয়েন্দা সহায়তা বন্ধ হলে ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল হবে এবং এ ঘটনা রাশিয়াকে আরো আগ্রাসী হতে উৎসাহিত করবে।(মাহফুজুল ইসলাম)