‘দুর্ঘটনাবশত’ লোকালয়ে বোমা ফেলল যুদ্ধবিমান, আহত ৭

সামরিক মহড়া চলাকালে ‘দুর্ঘটনাবশত’ লোকালয়ে ৮টি বোমা ফেলেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার কিছু পর উত্তর কোরিয়ার সীমান্তের কাছে পচেওন শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।দেশটির বিমান বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়া চলাকালে তাদের কেএফ-১৬ বিমান দুর্ঘটনাবশত ফায়ারিং রেঞ্জের বাইরে ৮টি বোমা ফেলে। তবে এর মধ্যে মাত্র একটি বিস্ফোরিত হয়েছে। বাকিগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এরই মধ্যে আশপাশের বেসামরিক বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বিমান বাহিনীর ওই বোমায় একটি চার্চ ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজন ঘাড়ে ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন।

সকালে ঘটে যাওয়া আকস্মিক এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশটির বিমান বাহিনী। কেন এমনটা ঘটল তা খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তাছাড়া আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়েছে।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *