প্রেক্ষাগৃহে মান্নার সিনেমা

রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের প্রেক্ষাগৃহেও দর্শক নেই। নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শক আসছেন না প্রেক্ষাগৃহে। হল কর্তৃপক্ষ তাই নতুন সিনেমা মুক্তির থেকেও পুরনো সিনেমা নিয়েই বেশি আগ্রহী হয়ে উঠেছেন। এবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নার ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি। সিনেমা হলটিতে কাজ করা একজন বলেন, এখনো অনেকে মান্নার সিনেমা দেখতে চায়। বাধ্য হয়ে তাই আবারো পুরনো সিনেমা চালাচ্ছি। শুক্রবার থেকে সিনেমাটি চলছে। তবে দর্শক তেমন একটা নেই বললেই চলে। তবে পুরনো সিনেমা হিসেবে প্রথম দু’দিন এই বিষয়টা বেশ ভালোই ছিল। ‘দুইদিনের দুনিয়া’ সিনেমাটি ২০০৮ সালের ২৩শে মে মুক্তি পেয়েছিল। সাড়া জাগানো এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বজলুর রাশেদ। আর এই সিনেমাটিতে মান্নার বিপরীতে জুটি বেঁধেছিলেন জনা।(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *