৭ই মার্চ আজ

আজ ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে তদানীন্তন রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্‌। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ প্রতিবছর আওয়ামী লীগ এই দিবসটিকে নানা আয়োজনে উদ্‌যাপন করলেও এবার ভিন্ন এক প্রেক্ষাপটে দিবসটি হাজির হয়েছে। প্রবল গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সভাপতিসহ শীর্ষ নেতাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকে আবার কারাগারে। এ অবস্থায় ৭ই মার্চে দলটির কর্মসূচি পালনের অবস্থা নেই। যদিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে দিবসটি উপলক্ষে ধানমণ্ডি ৩২ ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া ভার্চ্যুয়ালি আলোচনা সভা করা হবে বলেও প্রচারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।(মোঃ মিছবাহ উদ্দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *