রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো

কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তাঁর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিয়লে এক সভায় এ কথা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের প‍্যাপিন‍্যূ এলাকার এমপি। ট্রুডো যখন প্রথম পাপিন‍্যূ নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন তখন তাঁকে দলীয় নমিনেশনের জন‍্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল।জাস্টিন ট্রুডোর এ অনুষ্ঠানটি ছিল বিদায় অনুষ্ঠান। তিনবারের এমপি তার পাপিন‍্যূ রাইডিংয়ের লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে। রাইডিংয়ের সদস‍্যরা তাঁকে বিদায় জানিয়েছে অশ্রুসিক্ত নয়নে।

একজন সজ্জন ও স্মার্ট রাজনীতিক হিসেবে টূডো ছিলেন সকলের পছন্দের। করোনা পরবর্তী সময়ে কানাডার টালমাটাল অর্থনীতিকে সূচারুরূপে পরিচালনা করেন তিনি। বিদায়ী সভায় জাস্টিন ট্রুডো জানান, তিনি আর নির্বাচন করবেন না। তাঁর দাদার বাবা, দাদা এবং তিনি বসেছেন সংসদের আসনে। প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তাঁর বাবা।

রাজনীতি থেকে তাঁর বিদায়ে অনেকেই ব্যথিত বলে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, কৃতজ্ঞতার সঙ্গে কানাডার নাগরিকরা তাঁর অবদান স্মরণ করবে।(মাহমুদুল হাসান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *