গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকেরা এ অবরোধ করেন।এ সময় শ্রমিকদের বিক্ষোভে ওই কারখানা ছুটির ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) কারখানায় আসার সময় ট্রাক চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’(মাহমুদুল হাসান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *