ধর্ষকের প্রকাশ্যে শাস্তি, পুলিশের ওপর হামলার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

ধর্ষণরোধ ও ধর্ষণকারীর প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের উপর হামলার প্রতিবাদে আজ জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। পাশাপাশি, শাহবাগে পুলিশের ওপর হামলা দেশের আইন-শৃঙ্খলার ওপর চরম আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।(মাহবুবুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *