অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নিজেদের কর্মী সংখ্যা কমাচ্ছে জাতিসংঘ।ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরুর পর থেকে আন্তর্জাতিক কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হঠাৎ করেই আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে শিশুসহ শত শত বেসামরিক মানুষ মারা যায়। জাতিসংঘ কর্মীও হতাহতের শিকার হয়। এরপর কর্মীদের ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ১০০ জনের মধ্যে ৩০ জন আন্তর্জাতিক কর্মী এই সপ্তাহেই গাজা ত্রাগ করবেন। তিনি দাবি করেন, এই মুহূর্তে গাজায় মানবিক সংকট বিরাজ করছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল।’
তবে কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তার খাতিরে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
মুখপাত্র আরও বলেন, ১৯ মার্চ জাতিসংঘ প্রাঙ্গনে হামলার জন্য ইসরায়েলি ট্যাংকই দায়ী ছিল। এতে একজন কর্মী নিহত হয়েছেন ও ছয়জন আহতন হয়েছেন।
আল-জাজিরার রিপোর্ট অনুযায়ী, গাজায় এখনও জাতিসংঘের ১৩ হাজার কর্মী আছেন, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি নাগরিক। তারা মূলত ডাক্তার, নার্স, ড্রাইভার ও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন।(মাহবুবুল ইসলাম)