সিঙ্গাপুর থেকে ফিরেই মিরপুর স্টেডিয়ামে তামিম ইকবাল

আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ দেখতে গতকাল হুট করেই মিরপুরে হাজির হন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। অথচ হৃদরোগের উন্নত চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে গতকাল সকালে দেশে ফিরে আবার মাঠেও হাজির হন সাবেক অধিনায়ক। গেল সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তামিম ইকবাল । এরপর সেখানে উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন তিনি। সবকিছু ঠিকঠাকই রয়েছেন বলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তামিমের চাচা আকরাম খান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আকরাম বলছিলেন, ‘আল্লাহর রহমতে ও (তামিম) সিঙ্গাপুরে গিয়ে চেকআপ করেছে। এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’ আকরামের কথা বলার ঘন্টাখানেক পর তামিমকে দেখা গিয়েছে মিরপুরে। এরপর বিসিবি ভবনে প্রবেশ করেন তিনি। গতকাল মিরপুরে ছিল ডিপিএলের বড় ম্যাচ আবাহনী বনাম মোহামেডান দলের খেলা। আর নিজ দলের খেলা দেখতেই তামিমের মাঠে আসা বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে ৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন বাঁহাতি ওপেনার। তামিম বাসায় ঈদ করে চলে গেলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’র চিকিৎসাধীন থেকে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। আগের চেয়ে অনেক সুস্থ মোহামেডান ক্যাপ্টেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আর ঘরে থাকেননি। ২৪ ঘণ্টা না যেতে দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিকেল পৌনে ৩টায় শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির তামিম। হোম অব ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম ইকবাল সোজা চলে গেলেন মোহামেডান ড্রেসিংরুমে। তার দল তখন ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করে এলেন তামিম।(মাহফুজুল ইসলাম)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *