ওনাম উৎসব কেরলের সব চেয়ে বড় উৎসব। এই উৎসবকে সামনে রেখে শ্রদ্ধা জানালেন বিভিন্ন সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিন ওনাম উৎসব উপলক্ষে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন ক্রিকেটের গড হিসেবে স্বীকৃত সচিন তেন্ডুলকর। একইসঙ্গে তিনি কেরলে ‘এক বিশেষ ভক্ত’-র সঙ্গে সাক্ষাতের কথা ও জানিয়েছেন ওই টুইট বার্তায়। প্রণব নামে ওই যুবক পা দিয়ে ছবি আঁকেন। তিনি সচিনের একটি ছবি এঁকেছেন। সেই ছবি দেখে আপ্লুত ক্রিকেটের কিংবদন্তী।সচিন ছাড়াও আরও অনেক নাম করা ক্রিকেটার রাও ট্যুইট করে কেরলের মানুষকে ওনাম উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।জাতীয় ক্রীড়া দিবসের আগের দিন মুম্বইয়ের রাস্তায় সচিনকে ফের ব্যাট করতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন বলিউড তারকা বরুণ ধবন ও অভিষেক বচ্চন। মুম্বইয়ের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গেও সময় কাটান সচিন।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পাঠিত
মহিলাদের সাহস জোগাবে ‘অভয়া’, নিরাপত্তা দেবে এবার একটি অ্যাপ
এবার মা বোনদের সাহস যোগাতে এল অভয়া। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট আনলো নতুন এক অ্যাপ। যা নারীর অতন্দ্র প্রহরীর কাজ করবে। গোটা দেশ যখন...